আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক দোকান আগুনে পুড়লো

সংবাদচর্চা রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীণ সানারপাড় এলাকায় একটি স’মিল থেকে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে  প্রায় অর্ধশতাধিক দোকান পুড়েছে ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০ টায়  সানারপাড়(বটতলা)এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশে থাকা একটি স মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে এ আগুন পাশের একটি মার্কেটে ছড়িয়ে পড়লে সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুন লেগে যায়। মার্কেটটির অধিকাংশ দোকান ফার্নিচারের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রাত ১০টার দিকে মার্কেটটির একটি ‘স’মিলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে  অন্যান্য দোকানগুলোতে আগুন দ্রুত  ছড়িয়ে পড়ে। লকডাউনের ফলে দোকানগুলো বন্ধ থাকায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে আমরা ফায়ারসার্ভিসে ফোন করলে আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন ও আদমজী ইপিজেড স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাজাহান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, কোন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকান্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

যদিও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেন আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ