সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার রূপসী সিটি মিলের সামনে থেকে ট্রাকের হেলপার ওমর ফারুক বাবু (১৭) নিখোঁজ হয়েছে। গত ২ এপ্রিল বিকাল ৩ টার দিকে সে নিখোঁজ হয়। নিখোঁজ ওমর ফারুক বাবু সাতক্ষীরা জেলার দেবাটা থানার বয়রা বাজার এলাকার মৃত রেজাউল এর ছেলে। নিখোঁজের ব্যাপারে শনিবার ( ৩ এপ্রিল) রূপগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ১১০। জিডি সুত্রে জানা গেছে ট্রাক গাড়ীর চালক সাতক্ষীরার কাইয়ুম আলী। গাড়ি নং ঢাকা মেট্টো ট-২২-৮৮৮১। চালক জানান, ওমর ফারুক বাবু শুক্রবার বিকাল ৩ টার দিকে সিটি মিলের সামনে খাওয়ার জন্য এসেছিলো। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ হয়ে যায়।
তার গায়ের রং ফর্সা। মাথার চুল কালো ও ছোট। উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। পরনে ছিলো সাদা ও কালো রংয়ের লুঙ্গি। হাতে নীল রংয়ের একটি ঘড়ি ছিলো। নিখোঁজ ওমর ফারুক বাবুর সন্ধ্যান চেয়েছে তার পরিবার। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৯৮৫৪১০১৪৫ এই নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে নিখোঁজ বাবুর দুলাভাই মো: রবিউল ইসলাম।