চাষাঢ়ায় সিএনজি ড্রাইভারকে মেটানো ও ভাংচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন অয়ন ওসমানের সম্বন্ধী মিনহাজ উদ্দিন ভিকি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হাজিরা প্রদান করেন।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় কামাল হোসেন (২৬) নামে এক সিএনজি ড্রাইভার এ মামলা দায়ের করেন। যার মামলা নং ১০৬-৩১(৮)১৯।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ আগষ্ট) দিবাগত রাতে চাষাঢ়া মোড় এলাকায় কামাল হোসেন (২৬) নামে এক সিএনজি চালককে বেধড়ক মারধর করে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় ভিকি। এঘটনার মামলায় ভিকিকে সন্ধ্যায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ভিকির নামে একাধিক মামলা রয়েছে।