আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাত কলেজের স্থগিত পরীক্ষা সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে সশরীরে নেওয়া হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, করোনা পরিস্থিতির কারণে অনার্স ২য় বর্ষ ও ডিগ্রির কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এসব পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন বর্ষের ফরম পূরণ হয়েছে- এমন পরীক্ষাগুলোর রুটিনও ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যে। যত দ্রুত সম্ভব আমরা সব পরীক্ষা নিয়ে নেব।

সাত কলেজের সমন্বয়ক জানান, ঢাবির একাডেমিক কাউন্সিলের পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় এসব পরীক্ষা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ