আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাড়ে ৩ হাজার নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের সম্মেলনে পাপ্পা গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ থেকে রাজনৈতিক সাপোর্ট পাচ্ছে ঢাকা। ঢাকার যেকোন কর্মসূচি সফল করার জন্য নারায়ণগঞ্জের ভূমিকা অপরিসীম। এবারও সেই ঐতিহ্য ধরে রাখলো রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রূপগঞ্জ থেকে সাড়ে ৩ হাজার ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে যোগদান করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তার বিশাল মিছিল দেখে মুগ্ধ কেন্দ্রীয় নেতারা। রূপগঞ্জের নেতাকর্মীদের গায়ে ছিলো সবুজ টি-শার্ট, মাথায় লাল ক্যাপ। গাজী গোলাম মর্তুজা পাপ্পার সেই বিশাল মিছিলের ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে এটাই সবচেয়ে বড় মিছিল। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখোরিত করে তোলেন সোহরাওয়ার্দী উদ্যান । রূপগঞ্জের মিছিলের প্রশংসা করেন কেন্দ্রীয় নেতারাও।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম ,সহ-সভাপতি নাজমুল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে যোগ দেওয়ার আগে গণমাধ্যমে মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, সমাবেশের নামে বিএনপি, জামায়াতকে কোন প্রকার নৈরাজ্য করতে দেওয়া হবে না। ছাত্রলীগ মাঠে থাকতে কোন অপশক্তি সফল হবে না। রূপগঞ্জ থানা ছাত্রলীগ প্রস্তুত মাঠে। বিএনপি ,জামায়াতের নাশকতা আমরা প্রতিহত করবো।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম বলেন, গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে আছি।

স্পন্সরেড আর্টিকেলঃ