আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন

সাঈদীর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন

সাঈদীর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন

সংবাদচর্চা রিপোর্ট:

১৯৭১ সালে  মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছে । তার ছোট ভাই হুমায়ুন কবির সাঈদী (৫৭) মারা যাওয়ায়, তার জানাজায় অংশ নিতে এ আবেদন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসকের কাছে সাঈদীর পরিবার এ আবেদন করে।

সাঈদীর ছেলে মাসুদ সাঈদী জানান,  সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির সাঈদী মারা যান। তার নামাজের জানাজা বড় ভাই কারাবন্দী দেলাওয়ার হোসাইন সাঈদীকে পড়ানোর জন্য শেষ ইচ্ছা রেখে গেছেন। এ জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এদিকে হুমায়ুন কবির সাঈদীর জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে  মানবতাবিরোধী অপরাধে  দায়ে দেলোয়ার হোসাইন সাঈদীকে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত -১। পরে উভয়পক্ষ আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ