আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাইফকন্যায় মজেছে সাইবারদুনিয়া

সাইফকন্যায় মজেছে

সাইফকন্যায় মজেছেঅনলাইন রিপোর্ট:

সাইফকন্যা সারা আলি খানের ডেবিউ নিয়ে গোটা বি-টাউন এক্সাইটেড৷ প্রথম ছবি মুক্তির আগেই সারা ইম্প্রেস করতে শুরু করেছেন দর্শকদের৷ জাহ্নবীর থেকেও বেশি সারাকে পছন্দ করেছে নেটিজেন৷

সম্প্রতি তার ছবির মুক্তি পাওয়া নতুন গান দেখে সারার ফ্যান ফলোয়িং দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে৷ সদ্য মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ছবির নতুন গান ‘কাফিরানা’৷ সারার সঙ্গে উপড়ি পাওয়া হল অরিজিৎ সিংয়ের গাওয়া গান৷ বহুদিন পর অরিজিতের সুরে মগ্ন হল শ্রোতামহল৷

সুশান্ত সিং রাজপুতকে যেন নজরেই পড়ল না দর্শকের৷ কে বলবে এটা তার ডেবিউ ছবি! চোখে মুখে অভিনয় ক্ষমতার দৃঢ়তা ফুটে উঠছে তার৷ এখনকার এ লিস্টেড অভিনেত্রীদের জায়গা দখল করতে নয়, নিজের আলাদা জায়গা তৈরি করতে প্রস্তুত সারা।

নেপোটিজমের উপর কড়া জবাব হয়ে প্রতিফলিত হল সারার অভিনয়৷ অধিকাংশ দর্শকের মতে জাহ্নবী কাপুরের চেয়ে ঢের বেশি গুণি অভিনেত্রী সারা৷ তার কথা বলা, চোখের চাহনি, সবেতেই রয়েছে সাবলীল একটা ভাব৷

পাশাপাশি তিন মিনিটের ট্রেলারে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেই দাবি করেছেন তার ফ্যানেরা৷ ইতোমধ্যেই ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছে সইফ-কন্যার৷ তাদের কথায়, তিন মিনিটেই যদি সারার অসাধারণ পারফরমেন্স নজর কাড়ে তাহলে ছবিতে কী হবে৷ সব মিলিয়ে বেশ এক্সাইটেড সিনেপ্রেমীরা৷ ছবিতে তিনি এক হিন্দু পরিবারের মেয়ে লতার ভূমিকায় অভিনয় করেছেন৷ মা-বাবার সামনে শান্ত শিষ্ট থাকলেও দু’চোখে দুষ্টু-মিষ্টি ভাবও রয়েছে৷

অন্যদিকে সুশান্ত অভিনয় করেছেন মুসলিম ছেলে মাসুরের চরিত্র৷ হিন্দু-মুসলিম৷ দু’জনের সম্পর্ক৷ এবং কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগ৷ এই তিনটিকেই নিয়ে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির চিত্রনাট্য৷

অভিষেক কাপুর পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ ডিসেম্বর৷ ছবির প্রযোজনায় রয়েছেন, রনি স্ক্রিউওয়ালা, প্রজ্ঞা কাপুর, অভিষেক কাপুর এবং অভিষেক নায়ার৷ ট্রেলার মুক্তির পর আপাতত ছবির গানের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে অনুগামীরা৷

স্পন্সরেড আর্টিকেলঃ