আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাইনবোর্ডে ৫টি যানবাহনকে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনাকালীন লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ট্যাক্স টোকেন না থাকার কারণে ০৫টি যানবাহনকে জরিমানা করা হয়। এ সময় ০৫টি মামলায় মোট ৩২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে জ্যাম সৃষ্টি করতে যেন না পারে সেজন্য সতর্ক করা হয়। মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) অভিযানের নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উম্মে সালমা নাজনীন তৃষা।   বিআরটিএ, নারায়ণগঞ্জ  কর্তৃপক্ষ, পেশকার মো: শাহাদাত হোসেন এবং পুলিশ সহ এ অভিযান পরিচালনা করা হয়।    

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

স্পন্সরেড আর্টিকেলঃ