আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঁওতাল কন্যা ভারতের রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দেশটির সাঁওতাল আদিবাসী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য দ্রৌপদীর প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দ্রৌপদী ভোট পেয়েছেন ২৮২৪ ভোট । তার ভোট মূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০৩ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ১৮৭৭ ভোট। তার ভোটমূল্য ৩ লাখ ৮০হাজার ১৭৭টি ভোট। বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু ১০৪টি ক্রশ ভোট পেয়েছেন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ২১ জুলাই ভোট গণণা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ