সহশিক্ষা দৃশ্যমানের মাধ্যমে মাদক ও জঙ্গিবাদ রোধ করা সম্ভব,
ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
কলকাকলি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহ-শিক্ষার দৃশ্যমান ভূমিকাই মাদক ও জঙ্গিবাদমুক্ত আগামী প্রজন্ম গঠন সম্ভব। জীবন গঠনে শিক্ষার বিকল্প নেই, তেমনি মনন গঠনে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষার বিষয়ে অভিভাবকদের এগিয়ে আসা দরকার। তাতে দেশ কাক্সিক্ষত সুনাগরিক পাবে।
২৮ জানুয়ারি রবিবার বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর এইচ.এম. সোহেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, জাম্বুরী মাঠ সরকারি কলোনীর এসোসিয়েশনের সভাপতি এ কে এম শামসুল আলম, এসএমসি সদস্য দীন মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ছিলেন শিক্ষিকা গীতা বণিক ও যুগ্ম-আহবায়ক মুজিবুল হক নিয়াজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক একরামুল হক ও শর্মিলা দেব।
ছবির ক্যাপসন: (১) কলকাকলি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ-উল-হাসান।