নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বর্তমান অবৈধ ক্ষমতাসীন জোট সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন-নির্যাতনের মধ্যে দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম। গতকাল রোববার বিকালে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধীকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময়। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। বর্তমানে বাংলাদেশে মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে।
তিনি আরও বলেন, এদেশে শুধুমাত্র বিরোধী দলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা নাই। এদের অধিকাংশই গুম, গুপ্তহত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন।
আয়োজিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাধালর সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, বিএনপি নেতা আরফি হোসেন ঘোগা, মহানগর ছাত্র দলের যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, মহানগর স্বেচ্ছা নেতা আবু আল বেলাল, মাকদি মোস্তাকিম শিপলু প্রমূখ।