আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারের কাছে সোহেল তাজের ৩ দাবি

তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত আগামী রবিবার পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। সোহেল তাজ লিখেছেন, কেউ চাইলে তার সঙ্গে পদযাত্রায় শামিল হতে পারেন। কেউ যুক্ত না হলেও তিনি একাই পদযাত্রা করবেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে- ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ার দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে; জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ