আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি চিকিৎসকদের অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকার নিদের্শ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি চিকিৎসকদের অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকার নিদের্শ দেয়া হয়েছে। রোববার নারায়ণগঞ্জের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলাধীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডয়গসনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যেসকল সরকারি চিকিৎসকরা দীর্ঘদিন যাবৎ অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করে আসছে তা সরকারি চাকুরীবিধির সম্পূর্ণ লঙ্ঘন। চাকরী বর্হিভূত কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য ইতিপূর্বে একাধিকবার সরকারি চিকিৎসক ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্ক করা হলেও এখনও পর্যন্ত একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এমতাবস্থায় এই চিঠি জারি হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলাধীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ