আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্পর্ক টিকিয়ে রাখতে যা করবেন

প্রেম-বিয়ে যে সম্পর্কই হোক; এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। একটি সম্পর্ক ভেঙে যাওয়ার ধাক্কা অনেক সুদূরপ্রসারী। তাই চেষ্টা করলেই একটি সম্পর্ককে টিকিয়ে রাখা যায়।

সম্পর্ক ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে যা করতে পারেন:

প্রথমে একটি বিষয় ভাবতে হবে, আপনার প্রিয় মানুষটিকে আপনি আগে যেভাবে চাইতেন এখনও কি তাকে সেভাবে চান। তার প্রতি আপনার ভালোবাসা কি আগের মতোই আছে?

এ প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। তবেই দেখবেন আপনি তার প্রতি আরও যত্নশীল হয়ে উঠছেন।

সম্পর্ক ভাঙার অন্যতম কারণ কোনো তৃতীয় ব্যক্তির আগমন। আর এ থেকে বাঁচার সব থেকে ভাল উপায়, তেমন কারও সঙ্গে গভীর সম্পর্কে না যাওয়া, যার সঙ্গে আদৌ আপনার কোনো সম্পর্ক তৈরি হওয়া সম্ভব নয়।

আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কখনও অজ্ঞাতসারে যাতে কোনো সমস্যা সম্পর্কে ফাটল তৈরি করতে না পারে। শুরুতেই যদি সেই সমস্যার সমাধান হয়ে যায়, তবে অনায়াসেই তা থেকে বড় অঘটনের সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যায়।

আপনার সঙ্গীকে সম্মান করুন। তিনি আপনাকে সম্মান করছেন কি না সেটাও খেয়াল রাখুন। এবং অবশ্যই দুজনে দুজনকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

আপনার প্রিয়জনকে মাঝে মাঝে একটু চমক দিন। কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন কিছু করুন। কারণ একঘেয়েমি একটি সম্পর্ককে নষ্ট করে দেয়।

যদি তা সত্ত্বেও দেখেন সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে একটা শেষ চেষ্টা করতেই পারেন। সঙ্গীর সঙ্গে লম্বা কথাবার্তা চালান। যদি সেও সমান মরিয়া হয় সম্পর্কটা টিকিয়ে রাখার ব্যাপারে, তাহলে সমাধানের সূত্র বেরিয়ে আসবেই।

সর্বশেষ সংবাদ