আজ মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সভায় কলি, কাঞ্চন মন্ত্রী গাজীর ঘাঁটি

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ জানুয়ারি) কেরাব গ্রামে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। দেওয়ান আঃ লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল কলি। তিনি বলেন, কাঞ্চন পৌরসভার মাটি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ঘাঁটি। এখানে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। আমাদের নেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতকে আরও শক্তিশালী করতে প্রত্যেকটা ওয়ার্ডে পর্যায়ক্রমে আমাদের মিটিং হবে।

কাঞ্চন পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া, নবারুন জুটমিলের সিবিএ সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক দেওয়ান আঃ জলিল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহন মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসলাম উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৬নং সাধারন সম্পাদক জালাল মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ মিয়া, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া, কাঞ্চন পৌর যুব মহিলা লীগ সভাপতি পারভীন আক্তার , পৌর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক দেওয়ান নবীউর রহমান, ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নেওয়াজ আলি, আওয়ামী লীগ নেতা সাইদ মিয়া, পৌর যুবলীগ নেতা নবীউল হাসান শান্ত, মতিউর রহমান, মহিউদ্দিন সরকার, মঞ্জুর,বাবু, আলমগীর, আলী হোসেন,দেওয়ান মোশারফ,আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ আগামী সম্মেলনে দেওয়ান আঃ লতিফকে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক করার দাবি জানান।