আজ শনিবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

ডেস্ক রিপোর্ট: জাতীয় চাঁদ দেখা কমিটির  প্রথম সভা অনুষ্ঠিত হত্যে চলেছে আজ ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভায় পর্যালোচনা করার পর ঈদের তারিখ নির্ধারণ করবে চাঁদ দেখা কমিটি।

আজ চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আযহা পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে ৩ সেপ্টেম্বর পালিত হবে ঈদুল আযহা। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

 

স্পন্সরেড আর্টিকেলঃ