আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন

আজ ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার ১৭ তম মৃত্যবার্ষিকী। ২০০৩ সালের এই দিনে তাকে শহরের মাসদাইর এলাকায় নিজ বাড়ির অদূরে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে। এরপর তার বড় ভাই তৈমূর আলম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলাটির তেমন অগ্রগতি নেই। আসামিরা সবাই বিচারের বাইরে রয়েছে। সাব্বির আলম খন্দকার গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার অ্যান্ড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সহ-সভাপতি। তার ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক।

সাব্বিরের খুনিদের গ্রেফতার ও বিচার এবং  ১৮ ফেব্রুয়ারীকে সন্ত্রাস ও মাদক প্রতিরোধ বিরোধী দিবস ঘোষণার দাবিতে সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার,জেলা বিএনপি সহ-সভাপতি এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার শাহাদাত সায়েম, মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৮নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক এড.আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ।

 

স্পন্সরেড আর্টিকেলঃ