আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাসের জনপদ রূপগঞ্জের নাওড়া, প্রকাশ্যে লুটপাট ও অগ্নিসংযোগ

সন্ত্রাসের জনপদ

সংবাদচর্চা রিপোট: নাওড়া রূপগঞ্জ উপজেলার  কায়েত পাড়া ইউনিয়নের একটি গ্রামের নাম।  যে খানে  প্রকাশ্যে চলছে সন্ত্রাসী কর্মকান্ড দেখার মত লোক নেই। মদ,জুয়া,পতিতা ব্যবসা সহ প্রকাশ্যে দেশী বিদেশী অস্ত্রের মহড়ার অভিযোগ রয়েছে। তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এখানে মাদক, ইয়াবা ,গাজা হাত বাড়ালেই পাওয়া যায়।

অদৃশ্য শক্তির মদদে একাধিক হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। প্রতি বছর এখানে একাধিক খুন হয়। চলে অস্ত্রের ব্যবসা। হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় চাঁদা দাবি করে তাদের উপর চালায় অত্যাচার ।সুন্দরী মেয়েরা পথ দিয়ে হাটতে পারে না তাদের ধরে নিয়ে…।

গত শুক্রবার ৬ এপ্রিল রাত ৩ টায় পূর্ব শত্রুতার জেরে  আজিজুল্লার (৫৫) বাড়িতে লুট পাটের অভিযোগ পাওয়া গেছে।

বাড়ির মালিক আজিজুল্লা লুটপাট কারিদের সনাক্ত করে থানায় অভিযোগ নিয়ে যায় । যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন খুনি সেলিম পিতা মৃত সফুর উদ্দিন ,আজিজ পিতা মৃত আইসিলা, সাইফুল পিতা অাজিজ,রহমউল্লাহ পিতা মৃত গিয়াস উদ্দিন,মাইনুউদ্দিন ভূইয়া পিতা মৃত মিয়াজান,ইউসুফ নবী পিতা মৃত আহমদ ,জাবুল হোসেন ওরফে পাগলা পিতা মৃত আমিছ,আল মামুন পিতা জাবুল হোসেন ওরফে পাগলা, জিয়ামিন পিতা শাহাদুল্লাহ শাহুদ,জসু পিতা মৃত মাহাফুল্লা,সঞ্জিত পিতা গয়াচান,ফজলু পিতা খুনি সালাম দুলালা পিতা নিজাম সুমন পিতা রহমত উল্লাহ।

অভিযোগ কারি আজিজুল্লা দৈনিক সংবাদচর্চাকে জানান লাঠি সোঠা ,লোহার দা ,চা পাতি,রাম দা ইত্যাদি সহ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদীরা তার বাড়ির উপর হামলা চালায় । বাড়িতে কোন লোক না থাকায় দুটি ঘরে ভাংচুর এবং লুটপাট করে ১লক্ষ টাকা তার স্ত্রীর ২ ভরি ওজনের স্বর্ণ অলঙ্কার যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা করে নিয়ে যায়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আসামীরা ঘরে থাকা আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায় ।সর্বমোট প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বাদী আজিজুল্লার বাড়িতে আগুন দেখে তার প্রতিবেশীরা আগুন নিভানোর জন্য  আসতে চাইলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ফিরে দেয় আসামীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান – স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক নাওড়ার সন্ত্রাসীদের আশ্রয় প্রশয় দেয়।

নাওড়ার সাধারণ মানুষ এলাকায় শান্তি চায়। তারা সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পেতে  চায়।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান,হামলার অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ