আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাসের আড়ালে অনেকে জনপ্রতিনিধি হয়েছে : এসপি হারুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুণ অর রশীদ বলেছেন, অনেকেই আছেন সন্ত্রাসের আড়ালে ব্যবসায়ী নাম ধারণ করেছেন, আবার কেউ কেউ  সন্ত্রাসের আড়ালে মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন ৷  তার অর্থ এই  নয় যে ওই এলাকার মানুষ আপনাকে জিম্মাদার দেয়া হয়েছে। ওই এলাকার মানুষের সব ভালো কাজটি করার জন্য যা যা করা দরকার পুলিশ প্রশাসন সেই সহযোগিতা তা করবে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শংকর সাহা।

তিনি বলেন, ‘আপনাদের সকলকে সাথে নিয়ে সুন্দর একটা শহর তৈরি করার চেষ্টা করছি৷ যে শহরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না, কোন লোকের ভয়ে, হুমকি-ধমকিতে কেউ পিছপা হবে না৷ এটা আমরা চেষ্টা করেছি৷ যে ব্যবসা করবে তার কাউকে যাতে চাঁদা দিতে না হয়৷ কারও হুমকি-ধমকিতে ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেটা করতে দেওয়া হবে না৷’

এসপি বলেন, যারা জুয়া খেলেন তাদের ছাড় দিচ্ছি না৷ নারায়ণগঞ্জ থেকে আমরাই শুরু করেছি৷ এখন দেখছেন সারা দেশেই ক্যাসিনো সামগ্রী উদ্ধার অভিযান৷

হারুন অর রশীদ বলেন, ‘হিন্দু ধর্মালম্বীদের জন্য এটা সবচেয়ে বড় উৎসব৷ হিন্দুদের হলেও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের ধারাবাহিকতা অনুযায়ী এই উৎসব সকলের৷ স্বাধীনতার মূল মন্ত্র এটাই৷ মাননীয় প্রধানমন্ত্রীর ম্যাসেজ অনুযায়ী প্রতিটি পূজা মন্ডপ আইনশৃঙ্খলার আওতায় এনে কোথাও কোন বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যবস্থা করেছি৷ এই নারায়ণগঞ্জ হিন্দুদের বাংলাদেশের অত্যন্ত পবিত্র স্থান৷ লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান ও লাঙলবন্দ স্নান হয় এই নারায়ণগঞ্জে৷ ঐতিহাসিক অনেককিছু আছে এই নারায়ণগঞ্জ যা নিয়ে নারায়ণগঞ্জবাসী গর্ববোধ করতে পারে৷

তিনি বলেন, কোন লোকের হুমকি-ধমকিতে ভয়ে পিছপা হবেন না। ধর্ম যার যার তিনি তা পালন করবেন। যে যার ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রমুখ৷

স্পন্সরেড আর্টিকেলঃ