আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্তানের বাবাকে নিয়ে মুখ খুললেন নুসরাত

অনলাইন ডেস্ক:

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ও ভারতের লোকসভার সদস্য অভিনেত্রী নুসরাত জাহান তার ছেলের বাবার পরিচয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে আছে। আপাতত যশ এবং আমি দারুণ সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে।’

মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে নুসরাত এমনটাই জানালেন। আজ বুধবার কলকাতার একটি অনুষ্ঠানে হাজির হয়ে নুসরাত এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘মাতৃত্ব খুব উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে। ’

এখন পর্যন্ত ছেলে ঈশানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। কবে দেখা যাবে ঈশানকে? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘ঈশানের বাবা চাইলেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সব থেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না সে। ’
উল্লেখ্য, গত ২৬ অগাস্ট মা হয়েছেন নুসরাত।

সর্বশেষ সংবাদ