আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য “নিবন্ধন বুথ”

সংবাদচর্চা অনলাইনঃ

মুক্তিযোদ্ধাদের অনলাইনে কোভিড-১৯ ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকা নিবন্ধনের জন্য বুথ স্থাপন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার ৮ই ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ বারিক জানান, সদর উপজেলা প্রশাসনিক ভবনের ‘হেল্প ডেস্ক’ থেকে বীর মুক্তিযোদ্ধাদের এই নিবন্ধন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধার ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করা হয়।

তিনি জানান, নিবন্ধন শেষে মুক্তিযোদ্ধাদের টিকা কার্ডের একটি প্রিন্টেড কপি প্রদান করা হয় যাতে তারা টিকাকেন্দ্রে এই টিকা কার্ডের কপি দেখিয়ে ভ্যাকসিন গ্রহন করতে পারেন।

কোভিড-১৯ এর ভ্যাকসিন এর নিবন্ধন শেষে টিকা কার্ড পেয়ে বীর মুক্তিযোদ্ধারা মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং সরকারের বিনামূল্যে এই টিকা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান ।