নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ষ্টাফগন নবাগত ইউএনও হোসনে আরা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান, মনির হোসেন, মন্জুর হোসেন, আরিফ হোসেন, আমির হোসেন, রাজকুমার, কামরুল, মোফাজ্জল, সাহাবুদ্দিন, কাবুল ও মাহাবুব।
এ সময় নবাগত ইউএনও হোসনে আরা বেগম বলেন, উপজেলা পরিষদ সুন্দর ও শান্তিপূর্ন ভাবে পরিচালনা করার ক্ষেত্রে ষ্টাফদের ভুমিকা অপরিসীম। এখানে আসা সেবা প্রার্থীদের সহিত ভাল ব্যবহার, দ্রুত সেবা নিশ্চিত করনে ষ্টাফদের আরো সচেতন হতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।