ইয়াবাসহ আড়াইহাজারে সোহেল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় সত্যভান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল স্থানীয় সত্যভান্দী ভূঁইয়াপাড়া এলাকার সামসুলের ছেলে।
আড়াইহাজার থানার এসআই বায়েজীদ মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা (ট্যাবলেট) বিক্রিকালে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।