বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। রবিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এছাড়া অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বিদায়ী সচিব মিজানুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, মানুষ তার কর্মের মাধ্যমে বেচে থাকে। মিজান সাহেব অত্যন্ত দক্ষ একজন আমলা ছিলেন। আমরা তাকে মিস করব। এই নিষ্ঠুর পৃথিবী থেকে সবাই কে একদিন বিদায় নিতে হবে।
বিদায়ী সচিব মিজানুর রহমান বলেন, গোলাম দস্তগীর গাজী একজন দক্ষ মন্ত্রী। তার প্রচেষ্টা পাট শিল্প এগিয়ে যাচ্ছে। শ্রমিকরা বেতন পেয়েছে। তার ব্যবহার খুবই সুন্দর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্মসচিব খুরশিদ আলম।