আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংসদীয় ঢাকা-৫ আসন আওয়ামী লীগের পূজামন্ডপ পরিদর্শন

সংসদীয় ঢাকা-৫

সংসদীয় ঢাকা-৫

নিজস্ব প্রতিবেদক ঃ শারদীয় দুর্গোৎসবের নবমীতে ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল নির্বচনী এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বৃহস্পতিবার দিনব্যাপী ডেমরা, সারুলিয়া,ঋষিপাড়া, আমুলিয়া, ডগাইর, কোনাপাড়া, কাজলা, দনিয়া-রায়েরবাগ, শনিরআখড়াসহ ২০ টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় কয়েকটি পূজামন্ডপে আর্থিক সহযোগীতা করেন এমপি পুত্র সজল।

মন্ডপগুলো পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডেমরা ইাউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক আবুল বাশার, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, সারুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো.খলিলুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমীন নিরু, মাতুয়াইল ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি সোহেল খানসহ আওয়ামী লীগ যুবলীগ, সেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

মশিউর রহমান মোল্লা সজল বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে সকল ধর্মের মানুষ তখন একে অপরের আত্মার বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু বিএনপি-জামাত ক্ষমতায় আসলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়নের তান্ডব শুরু হয়। এ কারণে বিএনপি-জামাত আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে। এখন দাবি উঠেছে এদের চিরতরে নিষিদ্ধ করার। অন্যদিকে “ধর্ম যার যার উৎসব সবার” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নীতি দেশ-বিদেশে সুনাম বয়ে এনেছে। তাই ঢাকা-৫ নির্বাচনী এলাকাতেও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে।