আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ খোরশেদের

নারায়ণগঞ্জে স্থানীয় সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদে জানিয়েছেন নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ । রবিবার এক প্রতিবাদ বার্তায় নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, গত কয়েক দিনে নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে সিরিজ মামলা দায়ের ও তোলারাম কলেজে সাংবাদিক ও ছাত্রদল নেতার উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

তিনি  প্রশাসনের উদ্দেশে বলেন, আমরা চাই তোলারাম কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।শিক্ষা প্রতিষ্ঠান যেন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিনত না হয়। যারা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে এবং সাংবাদিকদের উপর হামলা করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করুন।

সর্বশেষ সংবাদ