আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদচর্চা স্টাফদের বাসা থেকে যুক্ত হবার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত গণমাধ্যম দৈনিক সংবাদচর্চায় কর্মরত সাংবাদিকবৃন্দদের করোনা বিষয়ক নিরাপত্তাকে সামনে রেখে বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছে সংবাদচর্চা পরিবার। কর্মরত স্টাফদের কারও মাঝে অসুস্থতা বোধ হলে তাকে দ্রুত ভিত্তিতে বাড়িতে অবস্থান এবং সেখান থেকে কাজ করার নির্দেশ প্রদান করেছে পত্রিকাটির সম্পাদক মো. মুন্না খাঁন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক সংবাদচর্চায় কর্মরত সাংবাদিক ও স্টাফদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে এসে কারও অসুস্থতা বোধ করলে কিংবা জ্বর ঠান্ডার মত কোন প্রকোপ অনুভূত হলে দ্রুত ভিত্তিতে নিজ বাসায় অবস্থান করতে হবে। সেখান থেকে ল্যাপটপ কিংবা মোবাইল যোগে সে কাজে যুক্ত হতে পারবে। আমরা সকলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করেছি। মানুষের নিকট সংবাদ পৌঁছে দেবার পাশাপাশি ব্যক্তি নিরাপত্তা অত্যান্ত জরুরী।
তিনি আরও বলেন, প্রয়োজন ব্যতিত জনবহুল স্থানে প্রবেশ করে তথ্য সংগ্রহ না করার পরামর্শ দেয়া হয়েছে সকলের প্রতি। গনপরিবহণ যথাসম্ভব এড়িয়ে যাতায়াত করা এবং পরিচ্ছন্নতার দিকে মনযোগী হওয়া।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জের ২ জন বর্তমানে চিকিৎসা শেষে সুস্থ আছেন। বর্তমানে জেলা জুড়ে বিদেশী নাগরিক সহ বিদেশ ফেরত মোট ৫৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুই জন ভারতীয় নাগরিক এবং একজন চীনা নাগরিক। এছাড়া শরীরে করোনা ভাইরাসের শঙ্কা না থাকায় হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছেন ২১ জন।