আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে খুলনা পাট শিল্পের গ্রেপ্তারকৃত দুই শ্রমিক নেতার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাষাঢ়া শহীদ মিনারে ছাত্র ফেডারেশনের ৭ জন সদস্য এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি অগ্রগতি বিকাশের জন্য পাট শিল্প অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নারায়ণগঞ্জে আদমজি জুট মিলকে কেন্দ্র করে একটি বানিজ্য নগরী গড়ে উঠেছিল। কিন্তু সেই আদমজি জুট মিল লস দেখিয়ে বন্ধ করে দেয়া হয়। ওই জুট মিলের শ্রমিকরা চাকরি হারানোর পর তাদের পরিবার নিয়ে আছে তার খোজ কেউ নিতে আসে নাই। এখন আবারা একই কায়দায় বর্তমান সরকার লসের বাহানায় গোল্ডেন হ্যান্ড শেকের নামে রাষ্ট্রায়ত্ব প্রায় ২৬টি পাটকর বন্ধের ঘোষনা দিচ্ছে। ৫ হাজার কোটি টাকার বাজেট দেখিয়ে এই পাটকল গুলো বন্ধ করে দেয়া হচ্ছে। অথচ অর্থনীতিবিদরা বলছে মাত্র ১২ শত কোটি টাকা খরচের মধ্য দিয়ে আমাদের পাট শিল্পের বিকাশ সম্ভব। সরকার বলছে ১২ শত কোটি টাকা ক্ষতি। তাহলে এই ৫ হাজার কোটি টাকাকে কি বলা যায়?’

বক্তারা আরো বলেন, আজ প্রায় ২৬ টি পাটকল বন্ধের মাধ্যমে ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরবে। এই সিদ্ধান্তের পরিবর্তন না হলে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ এক আন্দোলন গড়ে তুলবে।’
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্র ফেডারেশনের আহবায়ক ফারহানা মানিক মুনা, যুগ্ম আহ্বায়ক তাকবীর হোসেন, সদস্য সুমাইয়া আহমেদ মীম, কাজী মাশরাফি, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সাইদুর রহমান, রাকিবুল ইসলাম ইফতি তোলারাম কলেজের শিক্ষার্থী আশামনি।

স্পন্সরেড আর্টিকেলঃ