আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বকেয়া পাওনার দাবিতে রিতীকা গার্মেন্টসের শ্রমিকদের মানববন্ধন

শ্রমিকদের মানববন্ধন

শ্রমিকদের মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক:
রিতীকা ফ্যাশন ওয়্যার গার্মেন্টেসের শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালু করার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
রবিবার (১৩ মে) সকালে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে গার্মেন্টেসর কোয়ালিটি ইনচার্জ আনিসুজ্জামানের সভাপতিত্বে তারা এই মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর শ্রমিক নেতা শাহীন, ছোটন, সুজন রায়, মাহবুবুর রহমান, মিন্টন, সুলতান, প্রমুখ।
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, আমরা ২ শ’ জন শ্রমিক আজ ৩ মাস কোনো বেতন পাই নি। আমাদের শ্রমিক ভাইয়েরা খেতে পারছে না। মাওলানা আব্দুল হাকিম বলেছেন যে আমাদের বেতন পরিশোধ করবেন কিন্তু উনি এখন ফোন বন্ধ করে রাখছেন। উনি একজন আলেম হইয়া কিভাবে জালেমের মত কাজ করেন? মালিক শ্রমিকের পরিশ্রমের টাকা দিয়ে আনন্দ ফুর্তি করে আর শ্রমিক কিনা না খেতে পেয়ে মরবে তা তো হতে পারে না। সামনে রোজা, রোজার আগে যদি শ্রমিকরা টাকা না পায় তো তারা কি করবে? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সাহায্য প্রার্থনা করছি।

শ্রমিকদের মানববন্ধন

শ্রমিক নেতা ইকবাল বলেন, বাড়িওয়ালাকে ভাড়া না দিলে বাড়িওয়ালা দরজায় তালা মেরে দেন। দোকানদারকে টাকা না দিলে সে সদাই দেয় না। শমিকরা না খেতে পেয়ে মারা যাবে। আমাদের শ্রমিকদের পেটে ভাত নেই। যাওয়ার যায়গা নেই। রোজার আগে শ্রমিকদের টাকা দিতে হবে। শ্রমিকদের টাকা না দেয়া পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলন করব। যদি ঝড়-তুফানও হয় তাহলেও আমরা আন্দোলন করব। বৃষ্টির কাজ বৃষ্টি আসা আর আমাদের কাজ হবে আন্দোলন করা। শ্রমিকরা খালি পেটে রাজপথে নেমেছে বেতন আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না।
সমাবশে শেষে শ্রমিকরা মিছিল নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।
এ সময় অধিদপ্তরের ইন্সপেক্টর এইচএম শাহাদাত, আগামীকালকের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক করে এই সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে শ্রমিকদের আস্বস্ত করেন।