আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবীতে মানববন্ধণ

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা দুর্যোগ থেকে দেশের শ্রমজীবী মানুষের খাদ্য, চিকিৎসা নিরাপত্তা,আবাসন  নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তারা শ্রমিক ছাটাই ও মিথ্যা মামলা বন্ধের দাবী জানান তারা।

বৃহস্পতিবার ৪ঠা জুন দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা শাখা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, জীবিকার প্রয়োজনে স্বাস্থ্য ঝুকি উপেক্ষা করেও শ্রমিকরা করতে আসছে। করোনায় অর্থনৈতিক আক্রমনের ফলে বেকারত্ব ও মজুরি কমে যাওয়ায় আশংকা তৈরী হয়েছে। করোনায় নারায়ণগঞ্জ সহ দেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমিকের জীবনে সমস্যা গুলো প্রকট আকারে ধারণ করেছে। বিশেষ করে খাদ্য,ঔষধ এর মূল্যবৃদ্ধি,বাসাভাড়া, গাড়িভাড়া, সন্তানের শিক্ষার খরচ বৃদ্ধি,শ্রমজীদেও বারতি বোঝা বয়ে এনেছে। তাদের ক্রয় ক্ষমতা কমে গেলে দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। তাই শ্রমজীবি মানুষের জন্য ২০২০-২০২১ অর্থ বছর বাজেটে বিশেষ বরাদ্দ প্রত্যাশা করছি। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্বরক লিপি পড্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাইম খান বিপ্লব, জেলা গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।