আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাধু সাবধান, রাজাকার প্রীতি পরিহার করুন বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে- শ্যামল কুমার

শ্যামল কুমার

শ্যামল কুমার

নিজস্ব প্রতিনিধি ঃ গত ১৫ আগষ্ট রোজ বুধবার নারায়ণগঞ্জ বন্দরস্থ দক্ষিণ লক্ষণখোলা বালক-বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ.কে.এম অয়ন ওসমানের পক্ষ থেকে ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি অনাবিল দাশ নির্ঝরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট কলামিষ্ট, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার দাশ কতিপয় আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, সাধু সাবধান, রাজাকার প্রীতি পরিহার করুন। আপনাদের দৈনন্দিন কার্যকলাপ অনুসরণ করা হচ্ছে, আপনাদের চাটুকারিতা ও সুবিধা ভোগের বিষয়টিও লিপিবদ্ধ করা হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা আপনাদের সহযোগীতায় দলে ঢুকে দলের ভিতরের খবর নিয়ে আবারও আওয়ামী লীগ তথা স্বাধীনতার পক্ষের শক্তিতে বিপথে পরিচালিত করে, দেশের উন্নয়নে বাধা সৃষ্টি সৃষ্টি করছে। দেশের মানুষের মধ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে বিভ্রান্ত সৃষ্টি করার ফলে দলের ভীষণ ক্ষতি করেছে এবং করার অপপায়তারা করছে। যা কি-না পরিশোধন অযোগ্য ও কষ্টসাধ্য। ইতিমধ্যে আপনারা আত্মীয় করণ ব্যক্তি স্বার্থ সিদ্ধির লক্ষ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর ও আল শামস পরিবারের সদস্যদের গায়ের পোশাক বদলে দিয়ে আওয়ামী সংগঠনের অনেক স্থানে এমনকি কমিটিতে নাম লিখিয়েছেন। যা কি-না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশের লঙ্ঘন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। লেখালেখি শুরু করলে আপনাদের থলের বিড়াল বের হয়ে যাবে। নিজেদের পদ বাতিল হবে, এমনকি দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধ বলেও বিবেচিত হবেন। তিনি আরো বলেন, ১৯৭১ইং স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। ১৯৭২ইং সনের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র সাড়ে তিন বছর যেতে না যেতেই আপনাদের মত দালাল, সুবিধাবাদী ঘাতক মোস্তফা বাহিনীর প্রেতাত্মদের কারণে জাতির জনক সহ তার পরিবারের সদস্যদের ঘাতকদের হাতে প্রাণ হারাতে হয়েছিল। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ২১টি বছর আওয়ামী লীগ তথা স্বাধীনতার স্ব-পক্ষের মানুষদের স্বাধীনতা বিরোধীদের হাতে তান্ডব সইতে হয়েছিল। ২১টি বছর বহু ত্যাগ-তিতীক্ষার পর জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ইং সনে ক্ষমতায় আসার পরেও আপনাদের মত সুবিধা ভোগীদের কারণে পুনরায় ২০০১ইং সনে এদেশে রাজাকার, আল বদর ও আল শামসরা এদেশের জাতীয় পতাকা লাগিয়ে নামে বাংলাদেশে রেখে পাকিস্তান বানাতে যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দূরদর্শিতার বিচক্ষণতা, সততার কারণে পুনরায় ক্ষমতায় এসে ঐ খুনীদের বাংলার মাটিতে বিচার করতে সক্ষম হয়েছে। সাধু সাবধান, দলের মধ্যে আপনাদের মত অসাধু নেতাদের সহায়তায় অনেকেই দলে ঢুকে পড়েছে, কেউ কেউ আবার চেষ্টা করছে, আবার কেউ কেউ সভা-সেমিনার সহ নেতাদের সাথে সাথে থেকে নিজেদের আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে, মনে রাখবেন “ইজ্জত যায় না ধুইলে স্বভাব যায় না মইলে, ছুচুর গন্ধ যায় না আতর মাখিলে।” আমি আবারও কথিত নেতাদের উদ্দেশ্যে বলছি সাবধান হোন, নচেৎ জায়গামত আপনাদের ভূমিকা লেখনির মাধ্যমে পৌঁছে দেব, তখন পালাবার পথ থাকবে না। জনগণও আপনাদেরকে ছাড়বে না। ২৫নং ওয়ার্ডের সহ-সভাপতি অনাবিল দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট আলামীন মোল্লা, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেল প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জয়, সজীব মোল্লা সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী। আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের মোঃ সুজন, রিয়াজ, শিহাব, তুহীন, পলাশ, রোহান, নিলয়, শুভ, শাওন, ফাহিম, রনি, রিজভী, আলামীন, শরীফ, শাকিল, উল্লাস প্রমূখ।

স্পন্সরেড আর্টিকেলঃ