শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে খরিপ মেীসুমে উফশি,আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের কৃষি বিষয় সহ অন্যান্য উন্নয়নের চিত্র তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা,প্রকল্প বাস্তবায়ন অফিসার সেলিম খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান,চেয়ারম্যান এ্যাড,জি এম শোকর আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন ইউপির ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ইউরিয়া সার ২০ কেজি,ড্যাব-১০কেজি,এমওপি ১০ কেজি ও বিভিন্ন জাতের ধান ৫ কেজি বিতরণ করা হয়।