আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্যামনগরে ইংরেজি উচ্চারণে বিশেষ প্রশিক্ষণ

শ্যামনগরে ইংরেজি উচ্চারণে

শ্যামনগরে ইংরেজি উচ্চারণে বিশেষ প্রশিক্ষণশ্যামনগরে ইংরেজি উচ্চারণেরনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি: রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারের হল রুমে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক রোটারি ক্লাব অব হুইলার্স ও ভাব বাংলাদেশের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ইংরেজি উচ্চারণের উপর বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও কো-ম্যানেজমেন্ট নির্বাহী কমিটির সভাপতি ভবতোষ কুমার মন্ডল। ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজি প্রশিক্ষণের প্রশিক্ষক অস্ট্রেলিয়ান প্রবাসি মিঃ আমিন রহমান, বিটিভির ইংরেজি সংবাদ পাঠক মহিউদ্দিন বাবর,বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস প্রমুখ।

শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য,তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস,শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরর্জিনা খাতুন,কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশিষ কুমার মন্ডল,বিভিন্ন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকবৃন্দ ,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। জানা যায় আগামী দুই দিন ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থীদের ও বাঁকী দুই দিন ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি উচ্চারণে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ