আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার বাস্তব পদক্ষেপে মাতৃ ও শিশু মৃত্যুরহার কমেছে : হাছিনা গাজী

নবকুমার:

তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বাস্তব পদক্ষেপের কারণে দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবায় বিপ্লব ঘটেছে। সবাই বৈষম্যহীন চিকিৎসা সেবা পাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে ১২ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। যার মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ ৩২ প্রকারের ওষুধ পাচ্ছে।

মঙ্গলবার (৮ শ্রাবন, ২৩ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলার চনপাড়া ক‌মিউনিটি ক্লি‌নিকের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিরাপদ মাতৃ‌স্বাস্থ্যে বিশেষ সেবাদান ও স্বাভা‌বিক প্রসব সম্পন্নকারী ক্লি‌নিক হিসেবে সারা বাংলাদেশে ষষ্ঠ এবং ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে অভিনন্দন জা‌নিয়ে এ আলোচনা সভায় আয়োজন করা হয়।

চনপাড়া ক‌মিউনিটি ক্লি‌নিকের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি হাছিনা গাজী বলেন, বিএনপি জামায়াত গরীবের হাসপাতাল খ্যাত চনপাড়াসহ সারা দেশের ক‌মিউনিটি ক্লি‌নিকগুলো বন্ধ করে দিয়েছিলো। ওরা এদেশের মানুষের ভালো চায় । ভবিষ্যতে ক‌মিউনিটি সেবার মান আরো বাড়াতে হবে। কোন মানুষ যাতে হায়রানীর শিকার না হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে।  চনপাড়া ক‌মিউনিটি ক্লি‌নিকের সফলতার ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র কারী দেশের উন্নয়ন ঠেকাতে পারবে না।

পরে মেয়র হা‌সিনা গাজী চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক প‌রিদর্শন করেন এবং রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন,ক‌মিউনি‌টি গ্রুপের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীন, নারায়ণগঞ্জ জেলা সি‌ভিল সার্জন মোহাম্মদ ইম‌তিয়াজ, উপজেলা স্বাস্থ্য প‌রিদর্শক উত্তম কুমার সেন,  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন, কায়েতপাড়া ইউনিয়ন স্বাস্থ্য প‌রিদর্শক আবেদা সুলতানা, নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ন‌জিবর রহমান প্রমুখ।