আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে: মনসুর

ডাকসুর সাবেক ভিপি  সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ( এমপি) বলেছেন,  বঙ্গবন্ধুর স্বপ্নের দুর্নীতিমুক্ত ও শোষনহীন সমাজ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায়  কুলাউড়া স্বাধীনতা  সৌধ প্রাঙ্গনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাবেক  এই নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ৯৬ সালে শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে আমি এমপি থাকাকালে জাতীয় সংসদে ১ম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানসহ জাতীয় মর্যাদা দেয়া হয়েছিল। এছাড়া কুলাউড়ার মুক্তিযোদ্ধাদের অফিস আমি স্থাপন করে দিয়েছিলাম যেখানে আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে।

সুলতান মনসুর বলেন, এবারের নির্বাচনে আপনাদের ভোটে পুনরায় এমপি নির্বাচিত হয়ে গত ৭ মার্চ সংসদে যোগ দিয়ে সংসদ নেত্রীর কাছে জয়বাংলা,জয় বঙ্গবন্ধু জাতীয় শ্লোগানের দাবী জানিয়ে ছিলাম যা আজ জাতীয় শ্লোগানের স্বীকৃতি পেয়েছে।