আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হচ্ছে নারী ফুটবল লিগ

৬ বছর পর কৃষ্ণা-সাবিনাদের নিয়ে নারী ফুটবল লিগের তৃতীয় আসর শুরু করতে চায় বাফুফে। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ ও ২০১৩ সালে। গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে মহিলা ফুটবল কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

বৈঠক শেষে গণমাধ্যমকে কিরণ বলেন, ‘এবারের আসরে অংশ নেবে বসুন্ধরা কিংস, শেখ রাসেল, শেখ জামাল, এফসি উত্তরবঙ্গ এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। তবে দল বাড়ানোর চেষ্টা করছে বাফুফে। আর সে তালিকায় আছে বাংলাদেশ আনসার ও টিম বিজেএমসি। নিয়ম মেনে কোনো ক্লাব বা সংস্থা অংশ নিতে পারবে এই আসরে।’

তিনি আরো বলেন, ৩১ জানুয়ারি থেকে ৫ দল নিয়ে শুরু হবে লিগ। তবে দল বাড়াতে চেষ্টা করছে বাফুফে। ক্লাব গুলোর অনাগ্রহের জন্যই নিয়মিত লিগ করা যায়নি।

জানা গেছে, নারী লিগের দলবদল ১২ জানুয়ারি থেকে শুরু হবে। শেষ হবে ২৬ জানুয়ারি। আর ৩১ জানুয়ারি থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে এই লিগ।