আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাবতে ঝুঁকিপূর্ণ বীজগার স্থানান্তরের দাবিতে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বীজগার (সীড স্টোর) অন্যত্র স্থানান্তরের দাবি মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী। বুধবার দুপুরে নোয়াপাড়ায় তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ মফিজুর রহমান,তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মির্জা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী, ৭নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লাহুক।

এসময় বক্তারা দ্রুত বীজগার অন্যত্র স্থানান্তরের দাবি জানান প্রশাসনের কাছে। মানববন্ধনের আয়োজন করেন তারাব পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডবাসী।