আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসীতে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জের রূপগঞ্জে নকশাবহিঃভূত  ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় তিনটি ভবন মালিকের জরিমানাসহ ভেঙে ফেলা হয় একটি ভবনের আংশিক। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আরো একটি ভবনের। দ্বিতীয় দিনের মতো সোমবার (২১ এপ্রিল) বেলা সকাল ১১ টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনে অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় তিনটি ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছয় তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। অভিযানে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় অন্য একটি দুই তলা নির্মাণের মালিক সতর্কতা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রূপগঞ্জে রাজউকের নিয়ম বহির্ভূত স্থাপনা গড়ে উঠায় অভিযান চালানো হয়। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে জরিমানাসহ নেওয়া হয়েছে নানা আইনের ব্যবস্থা। এ যেখানেই নিয়ম বহির্ভুত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি

দিনভর চলা রাজউকের এ অভিযানে রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্বায়িত্ব পালন করে।