আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিমরাইল পাম্প হাউজের প্রধান ফটক ধসে নিহত ১

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) মেঘা প্রকল্পের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজের নবনির্মিত প্রধান ফটক ধসে আশরাফুল (২৭) নামে এক শ্রমিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় শিমরাইল পাম্প হাউজের প্রধান ফটকের টপ স্লাবের ঢালাই কাজের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে সেনা সদস্যরা দ্রুত ধ্বংসাবশেষ সড়িয়ে ফেলতে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল নীলফামারী জেলার জলঢাকা থানার হলদীবাড়ী এলাকার জবানউদ্দিনের ছেলে। আহতরা হলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কম্পানির প্রকৌশলী মোতালেব (৩০), মিলন মিয়া, বাদশা মিয়া, জহির হোসেন, একজন সেনা বাহিনীর সদস্যসহ পাঁচজন আহত হয়েছে।

সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের এক কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানায়, গত দুই তিন দিন ধরে শিমরাইল পাম্প হাউজের প্রধান ফটকের টপ স্লাবের সেন্টারিং এবং রড বাঁধাই শেষে আমাদের প্রকৌশলীগণ পরীক্ষা-নিরীক্ষা করে কোথাও কোনো ত্রুটি না পেয়ে ঢালাই কাজের জন্য নির্দেশনা দেন। সে মোতাবেক আজ সকাল ১০টা থেকে ঢালাই চলছিল। দুপুর ১টার দিকে হঠাৎ সেন্টারিং ভেঙে টপ স্লাবটি সম্পূর্ণ ধ্বসে পড়ে। এতে আমাদের একজন শ্রমিক নিহত হয়েছে এবং আরো চারজন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে, তারা সুস্থ আছে। তবে, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে।

তিনি আরো জানান, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে নিহতের পরিবারের সাথে কথা বলেছি। যেহেতু টাকার বিনিময়ে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যায় না। আমাদের নিয়ম অনুযায়ী নিহত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানায়, একজন শ্রমিক আটকে পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভিক্টরিয়া জেনারেল হাসপাতালে দিয়ে এসেছি। মনে হয় সে মারা গেছে।