আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের বিশৃঙ্খলায় উত্তপ্ত শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে বিনোদন কেন্দ্রের অভাব। শহরের প্রাণকেন্দ্রে দাড়ানোর একমাত্র জায়গা কেবল চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার। কিন্তু ঈদানিং স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আড্ডা বেড়েছে সেখানে। যার ফলে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দাড়ানোর মতো জায়গা থাকেনা শহীদ মিনারে। এছাড়াও সেখানে কলেজ ছাত্র-ছাত্রীদের রেসারেসির ঘটনা নতুন কিছু নয়।

জানা যায়, তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ কলেজের এক মেয়েকে তোলারাম কলেজের এক ছেলে টিচ করে ছেলেটির আরেক বন্ধু ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হয়ে মেয়েটি তার বন্ধু-বান্ধব ডেকে নিয়ে আনে। আর তারপর যা হওয়ার তাই। তোলারাম কলেজ বনাম নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী। সেই ঘটনায় দু’কলেজের শিক্ষার্থীদের মাঝে শুরু হয় তুমুল ঝগড়ার। এমনকি সেখানে শিক্ষার্থীদের মাঝে বেশ কিছু সময় ধরে তর্ক সহ হাতাহাতির ঘটনা ঘটে। এক ছেলে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে প্রায় সময়ই দেখা যায় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার যুবকদের হট্টগোল।

গতকাল মঙ্গলবার নিজেদের ওইসব বিষয় নিয়ে শিক্ষার্থী ও অন্যান্য যুবকদের বেশ কিছু সময় ধরে হট্টগলের ঘটনা ঘটেছে। মূলত এক পক্ষের দাবী সেখানে কাউকে টিচ করা হয়নি। আরেকপক্ষের দাবী টিচ করে সেই ভিডিও ধারণ করা হয়েছে। আর সেই বিষয় নিয়েই শুরু হয় বাকবিতন্ডা। আর তার সূত্র ধরে তাদের মধ্যে অশালীন ভাষায় গালাগালি সহ হাতাহাতির ঘটনা ঘটেছে।

এক পক্ষের অভিযোগ, নারায়ণগঞ্জ কলেজের একটি মেয়ে সেখানে কারও জন্য অপেক্ষা করছিলো। ঠিক তখনই তোলারাম কলেজের এক ছাত্র এসে মেয়েটিকে বিভিন্নভাবে উত্তপ্ত করে এবং তার সাথে থাকা আরেক বন্ধু সেই ভিডিও ধারণ করে। বারবার বারন করা সত্তে¡ও তারা মেয়েটিকে টিচ করেছে। তারা বলে, এটা তো কোন সভ্য সামজের ছেলেদেও কাজ হতে পারেনা। সবকিছুরই একটি লিমিট থাকে। সে আমাকে বিভিন্ন কথা বলেছে ভালো কথা তাই বলে আরেকজনকে দিয়ে ভিডিও করাবে কেন?

অন্য পক্ষের অভিযোগ, শহীদ মিনারে প্রায় সবসময়ই তারা আড্ডা দেয়। কখনও কোন বিষয়ে কারও মধ্যে ঝামেলা হলে সে বিষয়গুলো তাদেও অধীনে নিয়ে সমাধান করে। তারা বলেন, তাহলে আমরা কেন ওইসব কাজ করতে যাবো। ওই মেয়েটি নিজেকে হাইলাইটস করার জন্যই মূলত এই ঝামেলার সৃষ্টি করেছে। আমরা এই বিষয়ে কিছুই জানিনা। ঝামেলা তো করেছেই তার উপর আবার তার সাথের গুন্ডা বন্ধু-বান্ধবদের নিয়ে এসেছে গেঞ্জাম করার জন্য। এটা কোন ধরনের সভ্যতা।

স্পন্সরেড আর্টিকেলঃ