আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় বন্যার্তদের ন্যাপকিন বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দতদরতা চরে বন্যার্ত অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন।পাবনার বেড়া পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ওরা। অন্যান্য শিক্ষার্থীর মতো ওরাও বাড়ি থেকে টিফিনের টাকা নিয়ে ক্লাসে আসে। কিন্তু সেই টাকায় টিফিন না কিনে প্রতিদিনই তা জমিয়ে রাখে। শুধু তা–ই নয়, স্কুলে যাতায়াতের জন্য পাওয়া টাকাও জমানোর চেষ্টা করে ওরা। কেউ কেউ রিকশায় না উঠে যত দূর পারে হেঁটেই যাতায়াত করে। আর এভাবে জমানো টাকায় দুস্থদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে ৫ বছর। ইতিপূর্বে বেড়া পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম কিনে দিয়েছে।তাছাড়া তারা প্রতিবন্ধীদের পাশে থাকে। এরই মধ্যে দুস্থদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য ওরা বেশ কিছু ওষুধ কেনার পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য রক্তচাপ, ডায়াবেটিস মাপার যন্ত্র এবং থেরাপি ও নেবুলাইজার যন্ত্র কিনেছে। এসব যন্ত্র ও ওষুধ গত রোববার তারা পৌর এলাকার কানাইবাড়ি মোড়ে অবস্থিত ‘যায়েদ মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে রেখেছে। সেখান থেকে দুস্থ রোগীরা বিনা মূল্যে ডায়াবেটিস, রক্তচাপ মাপাতে পারবেন। এ ছাড়া দুস্থ রোগীরা বিনা মূল্যে কিছু ওষুধও পাবেন। তাছাড়াও তারা প্রতি নিয়ত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মেহেরাব হোসেন জিম,রাহুল দাস, জীবন,মাকসুদা মানিক মেঘলা,সুলতানা ইশরাত,জলি হোসেন,রোহান বারি,সাজ্জাদ, পল্লব,বাধন।শিক্ষার্থী সহযোগিতা সংগঠন ৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে।” মানুষ মানুষের জন্য” এই শ্লোগান কে সামনে রেখে তারা কাজ করে।শিক্ষার্থী সহযোগিতা সংগঠন এর সভাপতি মেহেরাব হোসেন জিম বলেন , এক অসহায় মানুষের পাশে মানুষ দাঁড়াবে এটাই স্বাভাবিক। আমরা অসহায় মানুষের পাশে আছি সব সময়। আমাদের সংগঠন এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

স্পন্সরেড আর্টিকেলঃ