আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে যথাযোগ্য মর্যাদায় একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী  পালিত

না.গঞ্জে যথাযোগ্য মর্যাদায় একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী  পালিতশামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী  পালিত

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে  বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী  পালিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী   সকালে শহরের চাষাঢ়া থেকে মাসদাইর কবরস্থান পর্যন্ত শোক র‌্যালি করে র‌্যালি করে মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ  ।

র‌্যালী শেষে মরহুমের কবরে মহানগর আওয়ামীলীগের পক্ষে কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান,  জেলা যুবলীগের পক্ষে এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, মহানগর ছাত্রলীগের হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্ব সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারী একেএম শামসুজ্জোহা মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক (মরণোত্তর) লাভ করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ