আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে শাবান মাহমুদ ‘আমি পেশাদার সাংবাদিকদের পাশে ছিলাম, থাকবো’

 

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দেশবরেণ্য সাংবাদিক শাবান মাহমুদ বলেছেন, আমি পেশাদার সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। পেশাদার সাংবাদিকদের যে কোন ধরণের বিপদ-আপদে আমাকে পাশে পাবেন। পেশাদার সাংবাদিকদের শক্তি বাড়াতে আমাদের উচিত পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এড: শাহ আলী মোহাম্মদ পিন্টু খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন-সহসভাপতি মোহাম্মদ নেয়ামত উল্ল¬াহ, সাধারণ সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, কার্য নির্বাহী সদস্য তৌকির আহমেদ রাসেল ও সক্রিয় সদস্য মো ঃ শামীম।
শাবান মাহমুদ আরও বলেন, আমাদের উচিত সৎ নিষ্ঠাবান সাংবাদিকতাকে উৎসাহিত করা বিপরীতে হলুদ সাংবাদিকতাকেও বর্জন করতে হবে। আমাদের দলকানা সাংবাদিকতাও বর্জন করতে হবে। এরা এক সময় ‘দালাল’ হিসেবে চিহিৃত হবে। তিনি আরও বলেন, অনলাইন সাংবাদিকতা এখন সময়ের দাবি। সংবাদপত্রের উৎকষ্টের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পরিবর্তন।
অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দিত করেন।
শাবান মাহমুদ অনলাইন প্রেসক্লাবের যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন – ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ও বাসস’র বিশেষ প্রতিনিধি মধুসুদন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সমীরণ রায়।

স্পন্সরেড আর্টিকেলঃ