আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শহরময় র‌্যাব’র ব্যাপক তৎপরতা

সংবাদচর্চা রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ব্যাপক তৎপর র‌্যাব-১১। শহরময় চলছে তাদের অভিযান। দুপুর ২টার পর কোন দোকানপাট না খোলার জন্য আহবান জানাচ্ছেন তারা। আর কেউ নির্দেশ অমান্য করে দোকান খুললে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরেজমিনে দেখা যায়, র‌্যাব- ১১’র টিম টহল দিচ্ছে এবং একটু পরপরই গাড়ি থেকে নেমে কর্মকর্তারা খোলা দোকানপাট বন্ধের নির্দেশ দিচ্ছেন।

র‌্যাব জানায়, গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে নারায়ণগঞ্জকে ইতিমধ্যেই রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জবাসীকে বেশি সর্তক থাকতে হবে। এতো কিছু ঘটে যাওয়ার পরেও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করছি। তাই আমরা পূর্বের চেয়ে একটু বেশি সক্রিয়। সেই সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আর কিছু দিন নিজেকে নিজ ঘরে আবদ্ধ রাখলে আমরা করোনা জয় করতে পারবো।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ