আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লড়াই করে সিরিজ হারলো জিম্বাবুয়ে

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বড় সংগ্রহ করেছিলো বাংলাদেশ। তামিম ইকবালের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে ৩২২ রান করে স্বাগতিকরা। এমন পাহাড় সমান রানের সামনে সফরকারিরা যতোটা ব্যবধানে হারার কথা ছিলো হলো তার উল্টো। জয়ের দ্বারপ্রান্তে গিয়েও মাত্র ৪ রানে হার মেনে মাঠ ছাড়তে হলো জিম্বাবুয়ানদের। ক্যারিয়ার সেরা রানের জন্য ম্যাচ সেরার পুরষ্কারও পান তামিম ইকবাল। বাংলাদেশের ৩২২ রানের জবাবে জিম্বাবুয়ের ৫০ ওভার শেষ করেছে ৮ উইকেটে ৩১৮ রান নিয়ে।

বাংলাদেশ দলের স্পিনাররা এ ম্যাচে দারুণ বোলিং করলেও পেসাররা ছিলেন চরম ব্যর্থ। তাইজুল ইসলাম ১০ ওভারে ৫২ রানে নেন ৩ উইকেট। মিরাজ ৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৫ রান খরচায় তুলে নেন ১ উইকেট। মাশরাফি তার ১০ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিলেও আল আমিন-শফিউলরা রান খরচায় ছিলেন উদার। আল আমিন ১০ ওভারে ৮৫ রান ও শফিউল ৯ ওভারে ৭৬ রান খরচা করে নেন একটি করে উইকেট। মঙ্গলবার খেলা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।