আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লড়াই করেই আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক:

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। রবিবার (১১ জুলাই) ভোর ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গোল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছে ব্রাজিল, শটও নিয়েছে ১৩টি গোলে। নেইমার চেষ্টা করেছেন শিরোপা জয়ের। সে আক্রমণও করেছে বেশ কয়েকটি। কিন্তু ভাগ্য তাদের ভালো ছিলো না।

অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২৮ বছর ধরে যেই অপেক্ষার প্রহর গুণছিল আর্জেন্টাইনরা সেই শিরোপা ধরা দিল । তবে এই দিন লিওনেল মেসি ভালো খেলা দেখাতে পারেনি।

রদ্রিগো ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

স্পন্সরেড আর্টিকেলঃ