আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকসঙ্গীতের মাধ্যমে করোনা সচেতনতা


স্টাফ রিপোর্টার: “গ্রামীণ জনগোষ্ঠীয় উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” স্লোগান নিয়ে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসচেতনতামূলক লোক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গাউছিয়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এই লোকসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের (সিও) মনিরুল ইসলাম ও সহকারী অফিসার মীর মোঃ শহিদ। অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করণীয় বিষয়গুলো জনগণের সামনে সুমধুর কন্ঠে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তুলে ধরেন বাউল শিল্পী কাজল দেওয়ান ও তার সাথে থাকা একদল শিল্পীবৃন্দরা। এসময় সঙ্গীত শুনতে গোলাকান্দাইল চৌরাস্তায় জন সমাগত লক্ষ করা যায়।

সর্বশেষ সংবাদ