আজ বৃহস্পতিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লে-অফ ও নির্যাতনের দাবীতে শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

সংবাদচর্চা অনলাইনঃ

করোনাকালে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মিথ্যা মামলা ও লে অফ করার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।  

শনিবার ২৭ জুন সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করোনায় কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা, করোনাকালীন সময়ে শ্রমজীবীদের নগদ সহায়তা করার দাবিতে এ মানববন্ধন  করা হয়।

মানববন্ধনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সহসভাপতি এম এ মিল্টন, সাংগঠনিক সম্পাদক ও রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ,  সহ-সভাপতি হাসনাত কবির, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ সহ আরও অনেক।

স্পন্সরেড আর্টিকেলঃ