আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লিওনার্দোর চরিত্রে লিওনার্দো

ইতালির রেনেসাঁর মহান চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এ নিয়ে নবম বারের মতো জীবনিভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ডিক্যাপ্রিও।

নবমবারের ছবি যা বাস্তব চরিত্রে অভিনয় করবে বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।

সর্বশেষ ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে ডিক্যাপ্রিওকে দেশহীন হিউ গ্লাসের চরিত্রে দেখা গিয়েছিল এবং এই ছবির চরিত্রের জন্য প্রথমবারের মতো অস্কার পান তিনি।

ডিক্যাপ্রিওর নিজ প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপিয়ান ওয়ে এবং প্যারামাউন্টের জেনিফার ডেভিসন যৌথভাবে ছবিটি প্রযোজনায় রয়েছে। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, লিওনার্দো দ্য ভিঞ্চির জীবন নিয়ে লেখা ওয়াল্টার ইসাকসনের বইটির স্বত্ব কিনে নিয়েছে প্যারামাউন্ট।

দ্য ভিঞ্চির জন্মগ্রহণ ১৪৫২ সালে এবং মারা যান ১৫১৯ সালে। তাঁর সেরা চিত্রকর্মের মধ্যে আছে ‘মোনালিসা’ এবং ‘দ্য লাস্ট সাপার’। তিনি একজন উদ্ভাবকও ছিলেন।

লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে অভিনয় করার কারণ ব্যাখা করেন ডিক্যাপ্রিও। তিনি বলেন, তাঁর মা গর্ভাবস্থায় ইতালিতে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্র দেখছিলেন। এ সময় পেটে প্রথম বারের মতো নড়ে ওঠেন ডিক্যাপ্রিও। তখনই তারঁ মা সিদ্ধান্ত নেন সন্তানের নাম রাখবেন লিওনার্দো।

সর্বশেষ সংবাদ