আজ শুক্রবার, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাশ এসেছে কুদ্দুস বেপারীর

তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে কুদ্দুস বেপারীর (৭২) লাশ এসে পৌছেছে নারায়ণগঞ্জে। শনিবার দুপুরের দিকে লাশ আসার সাথে সাথে নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

নিহত ১৬ জনের মধ্যে দুই জনের লাশ ইতিমধ্যেই কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। নিহত অপর ১৩ জনের লাশ নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে, তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতদের দাফন কাফনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শেষ বিদায়ের বাহন খাটিয়া। তল্লার সবুজবাগ এলাকায় বুমলার মাঠে ১৬টি খাটিয়া রেখেছে নিহতদের স্বজন ও এলাকাবাসীরা।

নিহতরা হলেন, কুদ্দুস বেপারী (৭২), হুমায়ন কবির (৭০), কাঞ্চন হাওলাদার (৫০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), ইব্রাহীম (৪৩), জয়নাল আবেদীন (৪০), জামাল (৪০), মোস্তফা কামাল (৩৪), রাসেল (৩৪), নয়ন (২৭), সাব্বির (২১), জুনায়েদ (১৮), রিফাত (১৮), জুনায়েদ (১৭), মাইনুদ্দিন (১২), জুবায়ের (৭)। হাসপাতালে চিকিতসাধীণ আরো ২১ জনের অবস্থাও আশঙ্গাজনক বলে জানা গেছে।